চৌমুহনী সরকারি এস এ কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

গাইডের বিপরীতে পাঠ্য বইয়ের ওপর চর্চা বাড়াতে অনার্স শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছে চৌমুহনী সরকারি এসএ কলেজ। শনিবার কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ এ এইচ এম ফারুক, রসায়ন বিভাগের প্রধান মো. শাহজাহান, সহোযোগী অধ্যাপক নুরুল ইসলাম, মো.শাহ পরাণ, মো.ছৈয়দ আলম, মুজাহিদুর রহমান রাসেল, কামরুল হাসান প্রমুখ।

অধ্যক্ষ এ এইচ এম ফারুক শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা যেন সোস্যাল মিডিয়া ও গাইড বইয়ের বিপরীতে পাঠ্য বইয়ের উপর জোর দিতে পারো, এ জন্য আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি। আগামী দিনে এমন ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হানিফ। এ সময় প্রাণীবিদ্যা বিভাগের অনার্সের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এ বই বিতরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর