বগুড়ার শেরপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে কৃষকদের মাঝে কৃষিপ্রণোদনা আওতায় আউশ ফসলের জন্য বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন আকতার,অতিরিক্ত সহকারি কৃষি কর্মকর্তা মোছা. রাবিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল জব্বার, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মাসুদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১৬শ কৃষকের মাঝে বিনামুল্যে উফশী ৫ কেজি ধান বীজ, ১৫ কেজি ড্যাপ সার ও ১০ কেজি পটাস সার বিতরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর