পয়লা বৈশাখে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ক্রিকেটার রিমেল

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার ওয়ালিউর রহমান রিমেল (১৬) নিহত হয়েছে। রোববার বেলা ১টায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড (রেল ক্রসিং) ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রিমেলের সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছে।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে জানা গেছে। আহতদের নাম জানা যায়নি।

জানা গেছে, নববর্ষ উপলক্ষে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন ওয়ালিউর রহমান রিমেল। বেশ কয়েকটি মোটরসাইকেলসহ পদুয়ার বাজার বিশ্বরোড (রেল ক্রসিং) ফ্লাইওভারের পূর্ব পাশ দিয়ে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রাক তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রিমেল নিহত হন। কুমিল্লা মডার্ন স্কুলের ১০ম শ্রেণির বাণিজ্যিক বিভাগের ছাত্র ছিলেন রিমেল। কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো. রেজাউল রহমান ও রাবেয়া সুলতানার বড় ছেলে রিমেল। তাদের ছোট ছেলের নাম মো. হিমেল।

কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমীর ছাত্র ছিলেন তিনি। কুমিল্লা জেলা অনূর্ধ্ব- ১৬ দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। এই বছরই কুমিল্লা ১ম বিভাগ ক্রিকেট লিগে ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে খেলেছেন। রিমেল বয়সভিত্তিক ক্রিকেটে ভালো খেলোয়াড় ছিলেন বলে জানিয়েছেন কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমীর প্রশিক্ষক মো. নুরুল্লাহ।

সড়ক দুর্ঘটনায় রিমেলের নিহত হওয়ায় খবরে শোকের ছায়া নেমে আসে কুমিল্লা ক্রিকেট পাড়ায়। নুরুল্লাহ বলেন, এ ঘটনা আমাদের জন্য বড়ই কঠিন বেদনার মুহূর্ত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর