সদরপুরে ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর বাজারের তিনটি ফলের দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল এ আদালত পরিচালনা করেন।

আদালত পরিচালনা কালে সাথে ছিলেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়নক কর্মকর্তা মোঃ আবু এহসান মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় দোকানে মূল্য তালিকা না থাকা, ওজনে কম দেয়া এবং ফলের মধ্যে ফরমালিনের উপস্থিতি ইত্যাদি পরীক্ষা করে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল বার্তা বাজারকে জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ফলের দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬ ধারায় ৩ জন ফল ব্যবসায়ীকে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

শিশির/বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর