আনোয়ারায় বিনামূল্যে অনলাইনে টিকার নিবন্ধন

চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) হাউজিং কলোনীর সাধারণ মানুষকে বিনামূল্যে অনলাইনে নিবন্ধন, টিকা কার্ড প্রাপ্তি ও তথ্যসহ সার্বিক বিষয়ে সহযোগিতা দিচ্ছেন আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র।

মঙ্গলবার (২ আগসাট) সকাল থেকে ইউনিয়নের সিইউএফএল হাউজিং কলোনীর এমপ্লয়ীজ ক্লাবে এ সেবা দেওয়া হচ্ছে। এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত বিনামূল্যে ৩ শতাধিক টিকা প্রত্যাশীকে সেবা নিয়েছে ।

বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্ বলেন, এ নিবন্ধন সেবায় টিকাদান কার্যক্রম আরও বেগবান হচ্ছে ও সাধারণ মানুষও ঝামেলা ছাড়া নিবন্ধন করে টিকা নিতে পারছেন।

পরিষদের পক্ষ খেকে সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন করে কার্ড ডাউনলোড দিয়ে প্রিন্ট করে দেওয়া হচ্ছে। যেন একজন মানুষকেও বার বার কেন্দ্রে আসতে না হয়। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় সেবা নিচ্ছেন সব শ্রেণী-পেশার মানুষজন।

হুমায়ূন কবির শাহ্ সুমন /বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর