নাটোরের বড়াইগ্রামে ১৬৬ গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশ ব্যাপী আশ্রয়ন প্রকল্পের ২য় পর্যায়ে নাটোরের বড়াইগ্রামে ১৬৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

রোববার (২০ জুন) সকাল সাড়ে ৯ টায় একযোগে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর -৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর স্থানীয় সরকারের উপ পরিচালক গোলাম রাব্বী পিএএ,বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগী পরিবার।

বার্তাবাজার/সাকলাইন শুভ/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর