টঙ্গীতে ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন

গাজীপুরের টঙ্গীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (৭ মার্চ) বিকেলে টঙ্গীর খাঁ পাড়া এলাকায় টঙ্গী পশ্চিম থানা ভবনে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি কলেজের প্রফেসর ডাঃ সুফিয়া বেগম, প্রফেসর আবুল কালাম আজাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন, লরেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক শামিম, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরিফ চৌধুরী/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর