খাগড়াছড়িতে শিশু ও নারী উন্নয়ন নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায়” তিন দিনব্যাপী টেলিভিশন সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা শুরু হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য মন্ত্রনালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এ প্রশিক্ষণ ও কর্মশালা উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর প্রোগ্রামার মোহা: আব্দুস সালাম এর সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া,সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল প্রমূখ। এ সময় খাগড়াছড়ি জেলায় টেলিভিশনে কর্মরত মিডিয়াকর্মীরা অংশ নেয়।

এতে বক্তরা বলেন, বর্তমান সরকারের লক্ষমাত্রা অর্জনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের জীবনমান উন্নয়নে টেলিভিশন সাংবাদিকদের ভূমিকা রাখা জরুরী। তাই সকল সংবাদ কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে সকলকে আরো সচেতনতা করে গড়ে তোলা গেলে বাড়বে স্থানীয় শিশু ও নারীর জীবনমান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর