লোহাগাড়ার মেয়ে কানাডায় মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ

কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রী ফাবিহা বুশরা ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’লাভ করেছেন। ফাবিহা কার্লটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন। অর্থনীতি বিষয়ে সবচেয়ে ভাল গবেষণা পত্রের জন্য তিনি ২০১৯ সালের এই পদক লাভ করেন। অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশক্রমে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রতিবছর মেধাবী গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে এই পদক প্রদান করে। বুশরা ২০১৯ সাল থেকে শুরু হওয়া অর্থনীতিতে পিএইচডি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হন।

উল্লেখ্য: সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এর সুযোগ্য কন্যা ফাবিহা বুশরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর