পাবনায় কাবাডি প্রতিযোগিতা’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাবনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । আজ (১মে ২০১৯) বুধবার দুপুরে পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পাবনা ট্রেডিং লিমিটেড’র এর পৃষ্ঠপোষকতায় এ খেলা অনুষ্ঠিত হয় ।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। এবারের কাবাডি খেলায় রাজশাহী বিভাগের সকল জেলার ৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রাজশাহী বিভাগীয় পর্বের ফাইনাল খেলায় পাবনাকে ৩৩-১৫ পয়েন্টে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। রানার আপ হয় পাবনা। উক্ত ফাইনাল খেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পদক শহিদুল ইসলাম মানিক, পৃষ্ঠপোষক তৌহিদুল আলম রুপম প্রমুখ। বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এবং সন্ধ্যায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর