বগুড়ার শেরপুরে অগ্রনী ব্যাংকের হালখাতা

কৃষি ঋন আদায় ও বিতরণে অগ্রনী ব্যাংক লিমিটেড এর বগুড়ার শেরপুরের ছোনকা ও মির্জাপুর শাখার আয়োজনে ২৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় ২টি পৃথক হালখাতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ছোনকা উচ্চ বিদ্যালয় হলরুমে অগ্রনী ব্যাংক ছোনকা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মির্জাপুর শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যাংক অফিসে পৃথক দুটি অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লি: এর রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো: ওয়ালি উল্লাহ ।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক বগুড়া অ লের প্রধান উপ মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ উদ্দিন, ছোনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম রশিদুল হাসান। ইউপি সদস্য রশিদুল আলম আলো, সংশ্লিস্ট ব্যাংক সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, দিলবর রহমান বাদশা, আবু নাসের মো. রায়হান প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখিত হালখাতা অনুষ্ঠানে অগ্রনী ব্যাংক ছোনকা শাখায় ২০জন, মির্জাপুর শাখায় ৯জন কৃষকের মাঝে ঋন বিতরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর