ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের চর বাউশিয়ার সজীব পাম্প-সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী বাস (ঢাকা মেট্টো ঠ-১১-১৬৯৪ (ফাহিম এন্টারপ্রাইজের আনন্দ পরিবহন) বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙ্গে অপর সাইডে গিয়ে কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়।

কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্টো চ-১১৭৪৬৪) সাথে মুখোমুখী সংঘর্ষে বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়। আহতের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন কুমার হালদার ও হাইওয়ে পুলিশ।

আহতরা হলেন সামিউল (৪) পিতা আহসান উল্লাহ, চাঁদপুর, ফারজানা (৩৫) মতলব, আরজুদা বেগম (৩৫) পিতা আহসান, রিনা আক্তার পিতা মোসলেম উদ্দিন, নাটোর, জসিম মিয়া পিতা রহিজ আলী, চাদপুর, সুজন (২৫) পিতা নুরুল হক নোয়াখালি, পলাশ (২১) পিতা কাজল, কুমিল্লা, আলমগীর মাহবুব পিতা আলী আকবর, চাঁদপুর, সোলেমান (৫১) পিতা আমির হোসেন ব্রাহ্মনবাড়িয়া, হাবিব (২২) পিতা অজ্ঞাত লক্ষীপুর, রাকিব চট্টগ্রাম, রাসেল আলী পিতা অজ্ঞাত, ইকরামুল বাশার পিতা অজ্ঞাত কুমিল্লা, শাকিল (২২) পিতা মোস্তফা, কুমিল্লা সোলেমান (৫১) পিতা আমির হোসেন, কুমিল্লা, মোকলেছুর রহমান (৪৯) পিতা আব্দুর রব দেবিদ্বার, আলমগীর (৪৮) পিতা আব্দুর রহমান মতলব, মোহাম্মদ হোসেন (৩৬) পিতা জুলফিক্কর, চট্টগ্রাম, আবু জাফর (৪৫) কলিম চট্টগ্রাম, খোরশেদ (৪০) পিতা অফিক উদ্দিন শরীয়তপুর, হাবীব পিতা শফি উদ্দিন, গোদনাইল, রায়হান (১৯) নাটোর, গিয়াস উদ্দিন (৩৫) মোতালেব, নোয়াখালি, রবিন (১৪) পিতা রনি মিয়া কিশোরগঞ্জ।

নারায়নগঞ্জ হাইওয়ে সার্কেল সিনিয়র এএসপি জিসানুল হক জানান ঘটনাস্থল থেকে গুরুতর আহতদের মধ্যে অজ্ঞাত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থা দেখে তাদের ঢাকা পাঠিয়ে দেয়া হয়েছে।

তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তিনি আরো বলেন, আনন্দ পরিবহনের ড্রাইভার পালিয়ে গেছে। ড্রাইভারকে গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বৃষ্টির মাঝে বেপরোয়া গতিতে বাসটি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। ওভার স্পিড মামলাসহ একাধিক মামলা করা হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর