ঘূর্ণিঝড় ‘মোখা’ : মোংলা বন্দরে নোঙর করেছে ৪ যুদ্ধজাহাজ

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে নিরাপদ আশ্রয়ে নোঙর করেছে নৌ বাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধজাহাজ। শুক্রবার (১২ মে) রাতে মোংলা বন্দরের সাত ও আট নম্বর জেটিতে জাহাজগুলো নোঙর করে।

নোঙর করা জাহাজগুলো হলো নৌ বাহিনীর ‘বিএনএস বঙ্গবন্ধু’ও ‘বিএনএস স্বাধীনতা’ এবং কোস্টগার্ডের ‘তাজউদ্দিন’ ও ‘সৈয়দ নজরুল’।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এসব জাহাজ বন্দরের জেটিতে নিরাপদে নোঙর করেছে। দুর্যোগ কেটে গেলে পুনরায় গন্তব্যে ফিরে যাবে।

এ ছাড়া আরও কয়েকটি যুদ্ধজাহাজ মোংলার নৌঘাঁটি এবং কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তরে) ঘাঁটিতে নিরাপদে নোঙরে আছে।

বার্তা বাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর