রাবেয়া-রোকাইয়াকে দেখে গেলেন প্রধানমন্ত্রী

জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়াকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এই দুই শিশুর সার্বিক খোঁজ-খবর নেন তিনি।

গত শুক্রবার অপারেশনের মাধ্যমে তাদের দুজনের মাথা আলাদা করা হয়। এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসা ও পরে সিএমএইচে চূড়ান্ত অপারেশনের পর তাদের যুক্ত মাথা পৃথক করা হয়।

রাবেয়া-রোকাইয়ার পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বাড়ি পাবনার চাটমোহরে, বয়স সাড়ে তিন বছর। তাদের দেখার পর সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান শেখ হাসিনা। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফীক নাওয়াজকে দেখতে যান। সেখানে তার চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি। এ সময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২ আগস্ট ৩৩ ঘণ্টার অস্ত্রোপচারে মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া-রোকাইয়াকে সফলভাবে পৃথক করা হয়েছে। সিএমএইচ হাসপাতালে মস্তিষ্কের এই জটিল অস্ত্রোপচারে যুক্ত ছিলেন হাঙ্গেরির ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সঙ্গে ছিলেন দেশের শতাধিক চিকিৎসক। দু-তিন মাস পরে রাবেয়া ও রোকেয়ার পরবর্তী অস্ত্রোপচার করা হবে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর