আস্থার প্রতিদান দিতে পারলেন না মুস্তাফিজ, টানা পঞ্চম হার দিল্লির

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভালো করতে পারেননি মুস্তাফিজুর রহমান। নিজের শেষ তিন বলে দুই ছক্কা হজম করে হাতের নাগালে থাকা ম্যাচ থেকে দিল্লি ক্যাপিটালসকে ছিটকে দিয়েছিলেন বাঁহাতি এই পেসার। সেই দায় এড়ানোর সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এদিন মুস্তাফিজ ছিলেন আরও খরুচে।

নিজের তৃতীয় ওভারে দিয়েছেন আরও ১২ রান। সব মিলিয়ে ১৩.৬৬ গড়ে তিন ওভারে দিয়েছেন ৪১ রান। মুস্তাফিজের এমন খরুচে বোলিংয়ের দিনে ১৭৪ রান তোলে বেঙ্গালুরু। সেই লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় দিল্লি। ফলে ফাফ ডু প্লেসির দলের কাছে ২৩ রানে হেরে টানা ৫ ম্যাচে হারল ডেভিড ওয়ার্নারের দল।

চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ শনিবার ১৫ এপ্রিল দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিন ওভার বোলিং করার সুযোগ পান মুস্তাফিজ। এই তিন ওভারেই তিনি বিলিয়েছেন ৪১ রান। বিপরীতে ছিলেন উইকেটশূন্য। দিল্লির হয়ে সর্বোচ্চ রান তিনিই দিয়েছেন। নিজের প্রথম ওভারে দেন ৯ রান। দ্বিতীয় ওভারে দিয়ে বসেন ১৯ রান। তৃতীয় ওভারে দেন আরও ১২ রান।

সব মিলিয়ে আজকের ম্যাচে দিল্লির সবচেয়ে খরুচে বোলার তিনি। এদিকে মুস্তাফিজের খরুচে বোলিংয়ের দিনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে বেঙ্গালোর। সর্বোচ্চ ৫০ রান করেছেন বিরাট কোহলি। গ্লেন ম্যাক্সওয়েল করেছেন ১৪ বলে ২৪ রান। ২২ রানে আসে ফাফ ডু প্লেসির ব্যাট থেকে।

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গত মঙ্গলবার ৪ ওভারে ৩৮ রান খরচায় রোহিত শর্মার উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। সেদিন দিল্লির হারের জন্য অনেকটাই দায়ী ছিলেন বাংলাদেশি তারকা। আজও বোলিংয়ে হতাশ করলেন তিনি।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর