আয়ারল্যান্ড সিরিজের দলে চমক মৃত্যুঞ্জয়, নেই তাসকিন 

আয়ারল্যান্ড সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে চমক বলতে নতুন মুখ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ২১ বছর বয়সী এই বাঁহাতি পেসার প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন।

তবে ১৫ সদস্যের দলে নেই পেসার তাসকিন আহমেদ। পাঁজরের চোটে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেননি তাসকিন। এ ছাড়া বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়েই যাচ্ছে আয়ারল্যান্ডে। সব মিলিয়ে পাঁচ পেসার আছেন ১৫ সদস্যের দলে।

আয়ারল্যান্ডের সফরের বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল, রনি তালুকদার, সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর