এখনও ভিসাই হয়নি ৪ হাজার ৪৬০ হজযাত্রীর

এখনও ভিসা হয়নি বাংলাদেশের ৪ হাজার ৪৬০ হজযাত্রীর। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা না হলে পবিত্র হজ পালনে যেতে পারবেন না হজযাত্রীরা।

মঙ্গলবার শেষ হচ্ছে ভিসার আবেদন। এ অবস্থায় আতঙ্কের মধ্যে রয়েছেন হজযাত্রীরা।

এবার সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা। রোববার পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪৬৩ জন হজযাত্রীর ভিসা হয়েছে।

আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে ভিসা না হলে হজে যেতে পারবেন না হজযাত্রীরা। তবে আশা করা হচ্ছে, সোমবার ও মঙ্গলবারের মধ্যেই সবার ভিসা হয়ে যাবে।

নির্ধারিত সময় পার হলে সৌদি দূতাবাস থেকে এসব হজযাত্রীর ভিসা করা সম্ভব হবে না বলে জানান সাইফুল।

গত ৪ জুলাই শুরু হয়েছে হজ ফ্লাইট। এরই মধ্যে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৯৭ হাজার ২৬২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৫ আগস্ট শেষ হবে হজ ফ্লাইট।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর