ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে তানজিল

চলতি মাসের ১৫ জুলাই হতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল।কাউন্সিলে শীর্ষ দু্ই নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। দলের নতুন কমিটিতে নেতা নির্বাচনে ‘২০০০ সালের পরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে’ মর্মে শর্তারোপ করায় অপেক্ষাকৃত তরুণরা চলে এসেছেন লাইমলাইটে। এর মধ্যে সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হলে কঠিন সমীকরণ হবে। শেষ সময়ে যে কেউ এগিয়ে যেতে পারে দৌড়ে। নেতা নির্বাচনে কাউন্সিলরদের ভাবনায় এলাকা, অভ্যন্তরীন গ্রুপ ছাড়াও দুঃসময়ের সঙ্গীরা স্থান পাচ্ছেন। নানা সমীকরণে সাধারণ সম্পাদক পদে পটুয়াখালীর সন্তান তানজিল এগিয়ে রয়েছেন বলে মত সংশ্লিষ্টদের।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক মোঃ মুতাছিম বিল্লাহ, অপর দুই যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও শরীফ মাহমুদ জুয়েল।

সভাপতি পদে এগিয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদি তালুকদার, একই ইউনিটের প্রথম সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আসাদুল টিটো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।

এছাড়াও ছাত্রদলের শীর্ষ দুই নেতা হওয়ার দৌড়ে রয়েছেন বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা নেতারা। বিভিন্ন ইউনিটের নেতারা দেন-দরবার করছেন শীর্ষ মহলে। প্রায় প্রতিদিনই ছোট উপ গ্রুপে ভাগ হয়ে প্রচারণা চালাচ্ছেন পদ প্রত্যাশীরা।

খুলনা জেলার এক কাউন্সিলর বলেন, ‘দীর্ঘদিন পরে নতুন কমিটি হচ্ছে এইটা সু-সংবাদ। কাছের অনেকেই আছে ক্যান্ডিডেট, এর মধ্যে বিচার-বিশ্লেষণ করে সমর্থন জানাবো। বিগত সময়ে যারা পাশে ছিলেন অবশ্যই তাদের পাশে আমরা তৃণমূলের নেতারা থাকবো।’
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর