ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা বলেন, খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রাপাত।

গ্রন্থাগারের কর্মকর্তা জাফর আহমদ বলেছেন, ইউএন ও আমেরিকান কর্নারে আগুন লেগে ধোঁয়া ছড়িয়েছে বেশি। এই অংশে দুর্লভ সব গ্রন্থ আছে বিধায় ফায়ার সার্ভিস সতর্কতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে।

এদিকে আগুন লাগার খবরে গ্রন্থাগার থেকে নিরাপদে বেরিয়ে আসেন আতঙ্কিত শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর