টাইগারদের হারের দিনে আমির-মালিঙ্গাকে পেছনে ফেললেন মোস্তাফিজ

মঙ্গলবার এজবাস্টনে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। যাতে বিশ্বকাপে উইকেট সংগ্রহে শীর্ষে থাকা সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সামিকে ছাড়িয়ে গেছেন তিনি। চলতি আসরে সাত ম্যাচে ১৫ উইকেট তুলেছেন ফিজ।

আসরে আট ম্যাচে ২৪ উইকেট তুলে শীর্ষে অস্ট্রেলিয়ার পেসার মিসেল স্টার্ক। সাত ম্যাচে ১৭ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে নিউজিল্যান্ডেরে পেসার লুকি ফার্গুনসন। আমির-আর্চার যৌথভাবে ১৬ উইকেট তুলেছেন। এছাড়াও স্বদেশি সাকিব সমপরিমাণ ম্যাচ খেলে তুলেছেন ১১ উইকেট। লাসিথ মালিঙ্গা ১২ এবং মোহাম্মদ সামি ১৪ উইকেট।

উইকেট সংগ্রহকারীদের তালিকায় মোস্তাফিজ পাঁচ নম্বরে থাকলেও চলতি বিশ্বকাপে প্রথমবার পাঁচ উইকেট শিকারের মধ্য দিয়ে মোহাম্মদ আমির ও সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। ওভার, উইকেট অ্যাভারেজ, স্ট্রাইকরেট সবমিলিয়ে এবারের বিশ্বকাপে সেরা সাত বোলারের তালিকায় পাঁচ নম্বরে মোস্তাফিজ। ছয়ে সাকিব আর সবার শেষে মোহাম্মদ আমির। তবে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার মিসেল স্টার্ক। তিনিই একমাত্র দুই ম্যাচে ৫টি করে উইকেট শিকার করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর