নিউজিল্যান্ডই এখন বাংলাদেশের একমাত্র ভরসা

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হারে পাল্টে গেছে সব হিসেব-নিকেশ। গভীর অন্ধকারে পড়ে গেছে বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা। পুরো এশিয়া মহাদেশ গতকাল ভারতকে সমর্থন জানিয়েছিলেন। কারণ ভারত জিতলেই সেমিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হতো বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার।

অন্যদিকে বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে যেত ইংল্যান্ডের। কিন্তু ভারতকে হারিয়ে সেমিতে খেলার সম্ভাবনা জিইয়ে রাখলো স্বাগতিক দল। এই কারণে শ্রীলঙ্কার সম্ভাবনা এখন নেই বললেই চলে। সেক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তানকে তাকিয়ে থাকতে হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দিকে। একমাত্র নিউজিল্যান্ডের জয়ই বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা টিকিয়ে রাখবে। তাই বলাই যায়, এশিয়ার এই দুই দলের ভরসা এখন নিউজিল্যান্ড।

সেক্ষেত্রে অবশ্য বাংলাদেশের চ্যালেঞ্জটা একটু বেশিই কঠিন। আগে ভারতকে হারাতে হবে টাইগারদের। এরপর পাকিস্তানের বিপক্ষে জিতলে সেমিফাইনালে যেতে পারবে মাশরাফির দল। অন্যদিকে ইংল্যান্ডের হারের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিতে উঠবে পাকিস্তান।

উল্লেখ্য, গতকাল ইংল্যান্ডের বিপক্ষে জয়ের চেষ্টা না করে টুক টুক করে রান তুলেছে ভারত। পরাজয়ের ব্যবধান কমিয়ে এনেছে ৩১ রানে। পরাজয়ের ব্যবধান কমিয়ে আনায় ভারতের নেট রান রেট তাই এখনো বেশ ভালো (+০.৮৫৪)। ফলে পরের দুই ম্যাচে ভারত যদি বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরেও যায়। এবং বাংলাদেশ কিংবা পাকিস্তানের পয়েন্ট যদি ভারতের সমান ১১ হয়ও, নেট রানরেটের কারণে ভারতই এগিয়ে থাকবে সেমির পথে। বাংলাদেশ (-০.১৩৩) এ ক্ষেত্রে পিছিয়ে আছে। দুই ম্যাচে ভারতকে রান রেটে টপকানো তাদের পক্ষে বেশ কঠিন। আর মাত্র এক ম্যাচ হাতে থাকা পাকিস্তানের (-০.৭৯২) পক্ষে সেটা অসম্ভব।

১১ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডকে নিয়ে ভারতকে চিন্তা করতে হচ্ছে না। কারণ, তাদের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে অন্তত এক দল হারলেই তারা ভারতের চেয়ে পিছিয়ে পড়বে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর