টস ভাগ্য সহায় হলো না শ্রীলঙ্কার, দলে এক বিধ্বংসী

বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। লঙ্কানদের আশা কিছুটা বেঁচে থাকলেও সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা।প্রোটিয়াদের শেষ হাসি অন্যদিকে লঙ্কাদের আশা। এমন সমীকরনকে সামনে রেখে শুক্রবার (২৮ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মাঠে নামছে দুই দল।তার আগে দুই দলের মধ্যে হয় মুদ্রা নিক্ষেপের লড়াই।অর্থাৎ টস নিক্ষেপের লড়াই।সেখানে জয় পেয়েছেন প্রোটিয়া দলনেতা ফাফ ডু প্লেসি।টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফাফ।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলা শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলে সাত নম্বরে আছে। আর ৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে দক্ষিণ আফ্রিকা। ব্যর্থতার ধারাবাহিকতায় দলটি দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনালের দুয়ার বন্ধ তাদের। বাকি দুই ম্যাচ জিতলেও তাতে বিশ্বকাপে কোনো প্রভাব ফেলছে না। তাই আজকের ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা তাদের জন্য।

এদিকে পাকিস্তানের মতোই হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে শ্রীলংকা। শুরুতে ক্রমেই তলিয়ে যেতে থাকা মালিঙ্গাদের সেমিফাইনাল থেকে ছিটকে পড়াটা সবাই ধরেই নিয়েছিল।আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে সেমির সম্ভাবনা আরও বাড়বে তাদের।

এমন ম্যাচে এক পরিবর্তন এনছে লঙ্কান শিবিরে।অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার একাদশঃ
হাশিম আমলা, কুইন্টন ডি কক , ফাফ ডু প্লেসিস , এডেন মার্করাম, ভ্যান ডার ডুসেন, ডুমিনি, আন্দেল ফেহলুকায়ে, প্রিটোরায়াস, ক্রিস মরিস, কগিসো রবদা, ইমরান তাহির।

শ্রীলঙ্কার একাদশঃ
দিমুথ করুনা রত্নে , কুসল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয় দ্য সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইশুর উদানা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর