ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর দিল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে পেলে বরাবরই রুদ্রমূর্তি ধারণ করতে ভালোবাসেন অ্যারন ফিঞ্চ। ওয়ানডেতে ক্যারিয়ার গড় যেখানে ৪০.৮০, ইংল্যান্ডের বিপক্ষে গড়টা সেখানে ৫০.১৩। ২৫ ম্যাচে ১ হাজার ১৫৩ রান, ১৪ ওয়ানডে সেঞ্চুরির ৬টিই ইংলিশদের বিপক্ষে। আজও সে ধারাবাহিকতা ধরে রেখেছেন অস্ট্রেলীয় অধিনায়ক, পেয়ে গেছেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি।গত বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন ফিঞ্চ।তবে আজ ফিঞ্চ দারুণ ব্যাটিং করলেও বাকিরা নিস্প্রুভ।দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করেন ওয়ার্নার। যার সুবাধে নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ উইকেটের বিনিময়ে ২৮৫ রান।

এদিন প্রথমে লর্ডসে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ দলনেতা ইয়ন মরগান।ফলে ডাকে সাড়া দিয়ে ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।ওপেন করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। ৫৩ রানে ওয়ার্নার মঈন আলীর বলে আউট হলে ১২৩ রানের ওপেনিং জুটি ভাঙে তাদের। দ্বিতীয় উইকেটেও খাওয়াজার সঙ্গে ফিঞ্চের দায়িত্বশীল ব্যাটিং। তবে খাওয়াজা ২৩ রান করে বিদায় নেন।

একপ্রান্তে সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। তবে এ স্কোর গড়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। আর্চারের বলে আউট হন অজি অধিনায়ক। ম্যাক্সওয়েলও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ১২ রানে তাকে আউট করেন মার্ক উড। বাজে ফর্মে থাকা স্টয়িনিস রানআউট আট রানে।

এরপর অনেকটা ছন্দ পতন অস্ট্রেলিয়ার।শেষের দিকে অ্যালেক্স ক্যারির ২৭ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংসের সুবাধে অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডটা লম্বা হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর