ব্যাটিং করছে বাংলাদেশ, কপাল পুড়ল দুই টাইগারের

ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে শতভাগ নিশ্চিত বলে কিছু বলা যায় না। সোমবার (২৪ জুন) সকালে সাউদাম্পটনের আকাশ পরিষ্কার থাকার কথা ছিল।আবহাওয়া অফিস থেকে জানানে হয়েছে বিকেল নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভবণা ছিল। তবে টসের আধ ঘন্টা আগেই নেমেছে বৃষ্টি। যার ফলে নির্ধারিত সময় তিনটায় মাঠে টস গড়াতে দেরি হচ্ছে।প্রায় ১৫ মিনিট পর টস গড়ায়।আর সেখানে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

শেষ চারে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচসহ বাকি দুটি ম্যাচও জিততে হবে টাইগারদের। তাই টাইগার সমর্থকরা প্রার্থনায় বসেছেন যেন ম্যাচটি যে কোন ভাবে মাঠে গড়ায়।অবশেষে টস মাঠে গড়ালো।

এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশের একাদশে এসেছে দুই পরিবর্তন।আর তাতে কপাল পুড়েছে রুবেল-সাব্বিরের।কপাল খুলেছে সাউফউদ্দিন-মোসাদ্দেকের।

বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম , লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা , মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের একাদশঃ গুলবদীন নাঈব (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলী খিল , রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর