দল এখনো মাঠে পৌঁছায়নি ,থেমে থেমে বৃষ্টি চলছেই

স্পোর্টস রিপোর্টার: সময়সূচি অনুযায়ী খেলা শুরু হতে বাকি আধঘণ্টার মতো। তবে আপাতত নির্দিষ্ট সময়ে খেলা শুরু হওয়ার কোন লক্ষন নেই ব্রিস্টলে। সকাল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি, সাথে বাতাসও রয়েছে। খেলোয়াড়রাও হোটেল ছাড়েননি শেষ খবর পাওয়া পর্যন্ত (স্থানীয় সময় সকাল ৯ টা ৫০ মিনিট)।

বেশ কয়দিন ধরেই আশংকা করা হচ্ছিল ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি ভেসে যাবে বৃষ্টিতে। হতেও যাচ্ছে তাই। গতকাল বিকেল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি। সাথে বাতাস রয়েছে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় নির্দিষ্ট সময়ে (স্থানীয় সময় সকাল ১০:৩০ টা) খেলাটি শুরু হচ্ছেনা। এমনকি খেলা আদৌ শুরু হয় কিনা সেটি নিয়েও রয়েছে শঙ্কা। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় সকাল ১১ টায় (বাংলাদেশ সময় বিকাল ৪ টা) হোটেল থেকে মাঠের উদ্দেশ্যে রওনা দেবেন খেলোয়াড়রা।

আজ ব্রিস্টলে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় (স্থানীয় সময় সকাল সাড়ে দশটা) খেলা শুরু হওয়ার কথা ছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর