পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান

ডেস্ক রিপোর্ট: প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরপর দু’ম্যাচ হেরে এখন খানিকটা মনমরা টাইগাররা৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্রিস্টলে তাই জয় পেতে মরিয়া দল।

এদিকে ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত ছাড়া নাকি সবগুলো দলই খেলে ফেলেছে তিনটি করে ম্যাচ। আর এই তিন ম্যাচ সর্বোচ্চ সংখ্যক জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। আর একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।

বিশ্বকাপে বৃষ্টির কারণে এখন পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দুটি ম্যাচ। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা বনাম উইন্ডিজের মধ্যকার দু’টি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আর দলগুলোর মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে।

পয়েন্ট টেবিলের প্রথমে অবস্থান সবগুলো ম্যাচ জয়ী নিউজিল্যান্ড আর তলানিতে আছে সবগুলো ম্যাচেই পরাজিত হওয়া আফগানিস্তান।

দল ম্যাচ জয় পরাজয় ড্র পয়েন্ট নেট রানরেট
নিউজিল্যান্ড ৩ ৩ ০ ০ ৬ ২.১৬৩
ইংল্যান্ড ৩ ২ ১ ০ ৪ ১.৩০৭
ভারত ২ ২ ০ ০ ৪ ০.৫৩৯
অস্ট্রেলিয়া ৩ ২ ১ ০ ৪ ০.৪৮৩
উইন্ডিজ ৩ ১ ১ ১ ৩ ২.০৫৪
শ্রীলঙ্কা ৩ ১ ১ ১ ৩ -১.৫১৭
পাকিস্তান ৩ ১ ১ ১ ৩ -২.৪১২
বাংলাদেশ ৩ ১ ২ ০ ২ -০.৭১৪
দক্ষিণ আফ্রিকা ৪ ০ ৩ ১ ১ -০.৯৫২
আফগানিস্তান ৩ ০ ৩ ০ ০ -১.৪৯৩

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর