মিসবাহ-ওয়াকার চলে গেলেই পাকিস্তান দলে ফিরবেন আমির!

সবাইকে অবাক করে হুট করেই পাকিস্তান জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন দলটির তারকা পেসার মোহাম্মদ আমির। অবসরের পেছনে তিন দায়ী করেন দলের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসকে।

আমির জানিয়েছিলেন, মিসবাহ ও ওয়াকারের মানসিক নির্যাতন ও অবহেলার কারণে অবসর নিতে বাধ্য হয়েছেন তিনি। এবার অবসর ভেঙ্গে পাকিস্তান দলে ফিরতে প্রস্তুত আমির। তবে রয়েছে একটি শর্ত।

যদি মিসবাহ ও ওয়াকারকে অব্যাহতি দেওয়া হয় তাহলেই কেবল জাতীয় দলে ফিরবেন আমির। এক টুইট বার্তায় তিনি লিখেন, একটি বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই, আমি আবারও পাকিস্তান দলে ফিরব। যদি এই ম্যানেজমেন্ট চলে যায়। তাই গল্প বিক্রির জন্য দয়া করে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর