বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মোহাম্মদ শেহজাদ

বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। তার বদলি হিসেবে আফগানিস্তান দলে ডাক পেয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলী খাইল।

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কুনুইতে চোট পেয়েছিলেন শেহজাদ।প্রথমে স্বাভাবিক থাকায় দুটি ম্যাচ খেলেছেন আফগান ওপেনার।পরে ধীরে ধীরে তা বেড়ে যায়।ইনজুরি প্রকট আকার ধারণ করায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন শেহজাদ।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় অন্তর্ভূক্তির আগে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমতি পেতে হবে। তবেই তাদের স্কোয়াড অন্তর্ভুক্ত করা যাবে। আইসিসি ইতিমধ্যে ইকরামকে স্কোয়াডে অন্তর্ভূক্তির অনুমতি দিয়েছে। ফলে বিশ্বকাপে আফগানদের বাকি ম্যাচগুলোতে উইকেটের পেছনে দেখা যাবে খাইলকে। ইতিমধ্যে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ইকরামের অন্তর্ভূক্তি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

দলের বড় তারকাকে হারিয়ে বেশ বিপাকে আফগানিস্তান। অন্যদিকে চলতি বিশ্বকাপে সময়টা মোটেই ভালো যাচ্ছে না রশিদ-নবীদের।বিশ্বকাপের এবারের আসরে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে আফগানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে প্রথম ম্যাচে হারের পর। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানে হেরেছে তারা।

এখন পর্যন্ত ৫৫ ইনিংসে ১৮৪৩ রান সংগ্রহ করেছেন শেহজাদ। ইকরাম অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর