বিশ্বকাপ বাছাই খেলতে দেশ ছেড়েছে ফুটবল দল

কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশ ছেড়েছে ২৫ সদস্যের বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেয় ফুটবলাররা।

করোনায় আক্রান্ত হওয়ায় কাতার যাত্রায় দলের সঙ্গী হতে পারেননি হেড কোচ জেমি ডে এবং মনজুরুল রহমান মানিক। এছাড়া ইনজুরির কারণে যেতে পারছেন না স্ট্রাইকার নাবীব নাওয়াজ জীবন।

নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের পরই করোনায় আক্রান্ত হন জেমি ডে। প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচে আর মাঠে যেতে পারেননি বাংলাদেশ কোচ। হোটেলে বসে টিভিতেই শিষ্যদের খেলা দেখেছেন ডে।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) করোনায় আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার মনজুরুল রহমান মানিকও। ফলে তাদের ছাড়াই কাতার যেতে হয়েছে বাংলাদেশকে।

কাতারে পৌঁছে ৩ দিন কোয়ারেন্টিনে থেকে ২২ নভেম্বর অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূইঁয়ারা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর