তিন মিটার চুরি করে ফ্রি কিক নেন মেসি

লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি কিক নিয়ে গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। তার গোলে ক্যাম্প ন্যুতে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পায় কাতালানরা।

মেসি ওই গোলে বার্সার হয়ে নিজের ছয়শ’ গোল পূর্ণ করেন। তার চেয়েও বড় কথা, ওই গোলেই কৃতীত্ব করে খেলা লিভারপুল থমকে যায়।

তবে রিপ্লেতে দেখা যায়, ব্রাজিল মিডফিল্ডার ফ্যাবিনহো যেখানে মেসিকে ফাউল করেন। মেসি তার চেয়ে তিন মিটার মতো সামনে বল পাতান। অ্যালিসনের গোলের চেয়ে ফ্রি কিক নেওয়ার দুরত্ব কমে যায় প্রায় তিন মিটার। সেখানে থেকেই শট নিয়ে দুর্দান্ত ওই গোল করেন মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা যেটাকে মেসির তিন মিটার ‘চুরি’ বলে উল্লেখ করেছে। এছাড়া তারা টিভি রিপ্লের ছবিও দিয়েছে।

তবে মেসির বল এগিয়ে নেওয়ার ওই ব্যাপার ম্যাচ রেফারির চোখ এড়িয়ে যায়। বার্সেলোনা-লিভারপুল ম্যাচের রেফারি ছিলেন বিজর্ন কুইপার। মেসি শুধু ওই বলটি তিন মিটার এগিয়েই নেননি। বরং ফ্যাবিনহো তাকে মাঠের ডান দিকটায় ফাউল করেন। আর মেসি ফ্রি কিক নেন কিছুটা গোলবারের মাঝ বরাবর বল পাতিয়ে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর