প্রস্তুতি ম্যাচের ২য় দিনে ব্যাটিং বিপর্যয়ে বিসিবি একাদশ

বিসিবি একাদশের হয়ে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক আল আমিন জুনিয়র। উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে প্রিন্স মাসভাউরের ব্যাট থেকে আসে ৪৫ রান। জিম্বাবুয়ে শিবিরের মূল আঘাতটা হেনেছেন অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার শাহাদাত হোসেন। ৮ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।

বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ২য় দিনে রোডেশিয়ানদের তোপে ধুঁকছে বিসিবি একাদশ। প্রথম দিনশেষে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে ডিক্লেয়ার করেন সফরকারিরা। ইনিংসে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি একাদশের খেলোয়াড়রা।

একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ সকালে বিকেএসপিতে ২০ রানের মাথায় মোহাম্মদ নাঈম (১১ রান) মুম্বার বলে ফিরেন। পরে বেশি সময় থাকতে পারেন নি মাহমুদুল হাসান জয় (১), শাহাদাত হোসেন (২)। এর পরে ফিরেন এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ হোসেন (৩৪)। দলীয় ৬৯ রানে মাত্র এক রান করে মুতুমবোদজির বলে বোল্ড হয়ে ফিরেন আকবর আলী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ২৬ ওভারে ৮৫ রানে ৫ উইকেট। ক্রিজে আছেন অধিনায়ক আল আমিন (১৫ রান) আর তানজিদ হোসেন (১১ রান)। বিসিবি একাদশ ২০৭ রানের ট্রায়ালে আছেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭০ রান করে রান আউট হয়ে কাসুজা। তবে শেষের দিকে কার্ল মুম্বা ও এনস্লে এনল্ডভুর অষ্টম জুটিতে অল আউট থেকে রক্ষা পান রোডেশিয়ানরা। অনবদ্য ৬৫ রান জুটি গড়ে কার্ল মুম্বা ৫৪ রান আর এনল্ডভুর ২৫ রানে অপরাজিত আছেন। নির্ধারিত ৯০ ওভারে ২৯১ রানে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। পরে তারা ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন।

বিসিবি একাদশের হয়ে তিনটি উইকেট শিকার করেন শাহাদাত হোসেন। দুটি উইকেট নেন আল আমিন। একটি উইকেট ঝুলিতে পুরেন শরিফুল ইসলাম।

বিসিবি একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র (অধিনায়ক), শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম, আমিনুল ইসলাম, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন।

জিম্বাবুয়ের টেস্ট দল: সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসাভরে, ক্রিস্টফার এমপফু, ব্রায়ান মুদজিগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতমবাজি, আনিসলে আনডলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডর টেলর, ডোনাল্ট টিরিপানো, চার্লটন টিশুমা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর