আবারও ‘সেভেন আপ’ দিল জার্মানি

২০১৪ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজয়ের তিক্ততায় যুগের পর যুগ ভোগতে হবে ব্রাজিলকে। ৭ গোলের এই ট্র্যাজেডিকে ফুটবল ভক্তরা নাম দিয়েছিল ‘সেভেন আপ’। আবারও সেই সেভেন আপের তিক্ত স্বাদ লাটভিয়াকে দিয়েছে জার্মানি।

সোমবার (০৭ জুন) রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডুসেলডর্ফে ৭-১ গোলে জয়লাভ করেছে জার্মানি। খেলার প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিল ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জার্মানির হয়ে একটি করে গোল পান সের্গে জিনাব্রি, ইলকাই গিনদোয়ান, রবিন গোজেন্স, টিমো ভেরনার, লেরয় সানে ও টমাস মূলার। বাকি একটি গোল ছিল লাটভিয়ার খেলোয়াড়ের আত্মঘাতী।

খেলার ৭৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে চমৎকার গোলে ব্যবধান কমান লাটভিয়ার মিডফিল্ডার সাভেলিয়েভস। এটিই ছিল তাদের দলের একমাত্র গোল। অবশ্য পরের মিনিটেই কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান আবার বাড়িয়ে নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সানে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর