নায়ক পান্ত, খলনায়ক পেইন

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার দেয়া রেকর্ড ৩২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জয় পেয়েছে ভারত। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। ভারতের জয়ের নায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত।

অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পান্ত। এমন হারের আক্ষেপে পুড়ছে অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি পোড়াচ্ছে হয়তো অজি অধিনায়ক টিম পেইনকে।

কেননা সিডনি টেস্টের মতো খলনায়ক বনে গেলেন তিনি। শেষ বিকালে ৬৯তম ওভারে নাথান লায়নের একটি ডেলিভারি ক্রিজ থেকে অনেকটা বেড়িয়ে খেলতে গিয়েছিলেন পান্ত। কিন্তু লাইন মিস করে বসেন তিনি।

পান্তের ফিরতে এতটাই দেরি হয়েছিল যে পেইন চাইলে বেশ কয়েকবার তার উইকেট উপরে ফেলতে পারতেন। কিন্তু পেইন বল তালুবন্দি করতে ব্যর্থ হন। এতেই কপাল পুড়ে অস্ট্রেলিয়ার। কেননা তখন ১৬ রানে অপরাজিত ছিলেন পান্ত। শেষ পর্যন্ত ৯১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন পান্ত।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর