কিউইদের বিপক্ষে মাঠে নামলেই ডাবল ‘সেঞ্চুরি’ হবে সাকিবের

ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরলেন।আর মাঠে ফিরে ব্যাটে-বলে চমক দেখালেন ক্রিকেট বিশ্বকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজির গড়েছিলেন বাঁ হাতি অলরাউন্ডার। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে টাইগাররা। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করবেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের ২০০-তম ম্যাচে নামতে চলেছেন তিনি। ভক্তরা চান, ২০০ নম্বর ম্যাচ সাকিব স্মরণীয় করে রাখুন। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স তুলে ধরে বাঁ হাতি অলরাউন্ডার কিউইদের থামিয়ে দেবেন, এমনটাই মনে করছেন ক্রিকেটভক্তরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব ৭৫ রানের ইনিংসের জন্য ওয়ানডেতে সর্বাধিক রানের ইনিংস গড়তে পেরেছে বাংলাদেশ। সে দিনই দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫,০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি।

সাকিবের প্রশংসা করেছেন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তিনি বলেছেন, চাপের মুখে সেরাটা তুলে ধরতে পারেন সাকিব।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর