রিজেন্টের সাহেদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিওসহ)

রিজেন্ট হাসপাতালের সাহেদ যে কাজ কাজ করেছে তার শাস্তি অনিবার্য। ক্ষমতা দেখিয়ে অপরাধ করে পার পেতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ (শুক্রবার) নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে তাকে। তবে তারও উচিত আত্মসমর্পণ করা। এছাড়া সাহেদের বিরুদ্ধে মামলাও করেছে র‍্যাব। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

এর আগে, নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা একে একে সিলগালা করে দেয় র‍্যাব।

বার্তাবাজার/এসজে

অভিযানের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে যা বলেছিলেন সাহেদ!

অভিযানের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে যা বলেছিলেন সাহেদ!বিস্তারিত জানতে ক্লিক করুন- http://bartabazar.com/archives/191716

Gepostet von Barta Bazar am Freitag, 10. Juli 2020

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর