গণমাধ্যমে সাংবাদিক ছাঁটাই করা অমানবিক : বিজেএসসি

গণমাধ্যমে যেভাবে সাংবাদিক ছাঁটাই করা হচ্ছে এটা সম্পূর্ণ অমানবিক বলে মন্তব্য করেছে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)।

সোমবার (২৯ জুন) বিজেএসসি’র সভাপতি জি.এম. হিরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম এক বিবৃতিতে এই কথা বলেন ।

বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ দুর্যোগকালীন পরিস্থিতিতে যখন জনগণের অর্থনৈতিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হচ্ছে, এমন সময় গণমাধ্যমগুলোতে কর্মরত সাংবাদিকদের ছাঁটাই অমানবিক। বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) গণমাধ্যম কর্তৃপক্ষের এই অবিবেচনা প্রসূত ও অমানবিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে যারা খারাপ সময়ে মানুষের পাশে দাড়িয়েছে, তাদের নিজেদের জীবন ও পরিবারকে সঙ্কটের মুখে ফেললে দেশের জন্যে তা ভালো কিছু বয়ে আনবে না । যা রীতিমত সাংবাদিকতা পেশার জন্যে অসম্মানেরও বটে। এর ফলশ্রুতিতে সাংবাদিকতা পেশার প্রতি মানুষ আগ্রহ হারাবে।

সুতরাং, গণমাধ্যম সম্পর্কিত সমস্যাগুলো সমাধান ও সাংবাদিক ছাটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর