ক্ষয়-ক্ষতি মোকাবেলায় কাজ করতে প্রস্তুত ছাত্রলীগের ৫ হাজার স্বেচ্ছাসেবক

ধেয়ে আসছে অতি প্রবল ঘূণিঝড় ফণী। উপকূলীয় ১৯ জেলায় এর ক্ষয়-ক্ষতি মোকাবেলায় কাজ করতে প্রস্তুত ছাত্রলীগের ৫ হাজার স্বেচ্ছাসেবক। এরা সবাই সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

শুক্রবার (০৩ মে) ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ছাত্রলীগ কিভাবে সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে, তা ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সিনিয়র সচিব শাহ কামালসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জেনে নিয়েছি। সেভাবেই তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণীর ক্ষতি মোকাবেলায় ১৯ জেলায় কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে ১৯টিম গঠন করা হয়েছে। এসব টিমের ৫ হাজার স্বেচ্ছাসেবক সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে জনসাধারণের পাশে থেকে কাজ করবেন।

লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারেই ছাত্রলীগ কাজ করছে বলে জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর