সাকিব-শিশিরের কথায় গড়মিল, পাপনের সতর্কবার্তা

টাইগারদের বিশ্বকাপ জার্সি উম্মোচন এবং ফটোসেশনে ছিলেন না দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। যা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে টাইগারদের দেশ ত্যাগ-জার্সি ইস্যুতে ব্যাপারটি প্রায়ই ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার সাকিবের স্ত্রী উম্মে শিশিরের একটি পোস্ট বিতর্ক ফের উসকে দেয়।

দলের ফটোসেশনে সাকিবের না আসা নিয়ে যে বিতর্ক হয়েছে, সেটির পেছনে সাংবাদিকদের দায় দেখেছেন সাকিবের স্ত্রী শিশির। এছাড়া তার স্বামী জার্সি উম্মোচন অনুষ্ঠানে না আসা নিয়েও যে ব্যাখ্যা দিয়েছেন তা পর্যাপ্ত যুক্তিসঙ্গত নয়। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান ব্যাখ্যা দিয়েছেন অনুষ্ঠানে সাকিব আল হাসান কেন উপস্থিত ছিলেন না।

বিসিবির বস জানালেন, সাকিব নাকি বিসিবির বার্তা পড়েই দেখেনি, ‘‘রাতে সে (সাকিব) আমার বাসায় এসেছিল। বলল, ‘মেসেজ পেয়েছি কিন্তু পড়িনি। জানতাম না যে ওখানে ফটোসেশন আছে!’ তবে আমি যেটা জেনেছি, ওকে জানানো হয়েছে। ও বলছে না যে জানানো হয়নি। বলছে, ‘যে চিঠিটা পাঠানো হয়েছিল, সেটি সে পড়ে দেখেনি।’ হতেও পারে, সে পড়ে দেখেনি।’’

কিন্তু ফেসবুকে সাকিবের স্ত্রী শিশির যে বলছেন আরেক কথা, ‘সে এখানে যেতে পারেনি কিন্তু সেটা ইচ্ছে করে নয়। কারণ তাকে যে মেসেজ পাঠানো হয়েছিল সেটা ভুল বুঝেছে সে। এর পর সে দায়িত্বপ্রাপ্তদের কাছে ক্ষমা চেয়েছে।’

শিশির যে আক্রমণাত্মক ভাষায় সাংবাদিকদের সমালোচনা করেছেন, সেটি নিয়ে কিছু বলতে চাইলেন না বিসিবি সভাপতি। তবে বিতর্ক এড়িয়ে চলতে সাকিবের সঙ্গে কথা বলবেন বলে জানালেন নাজমুল হাসান, ‘এটা আমি প্রথম শুনলাম (শিশির যে পোস্ট দিয়েছেন)। আমি ফেসবুক ব্যবহার করি না। আমার অ্যাকাউন্টও নেই। তবে শুনেছি আমার নামে দু-একটা অ্যাকাউন্ট আছে! আপনাদের কাছে শুনলাম। ও (সাকিব) যেহেতু দেশেই আছে, ওকে বলব এ ধরনের কর্মকাণ্ড থেকে যেন বিরত থাকে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর