ভয়াবহ বাস দুর্ঘটনা কঙ্গোয়; নিহত ৩০, আহত ১৮

ডেমোক্রেট রিপাবলিক কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় রাত একটা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৮ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ বলছে, যাত্রীবোঝাই বাসটি রাজধানী কিনশাসা যাওয়ার পথে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০ জন বলে জানা গেছে। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে। আপাতত মৃতদেহগুলি শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গিয়েছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা দেখা দিয়েছে।

এএফপি জানিয়েছে, যাত্রী ও মালপত্র বোঝাই বাসটি লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। বাসটি এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমির ওপর গড়িয়ে পড়ে উল্টে গিয়ে হঠাৎ আগুন ধরে যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর