ভারতকে বয়কটের ঘোষণা পাকিস্তানের

কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতকে বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে সার্কের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

তিনি জানান, কাশ্মীরে যারা আগ্রাসন চালাচ্ছে তাদের সঙ্গে এক মঞ্চে বসবে না ইসলামাবাদ। গণমাধ্যম জানায়, বৈঠকের প্রথমদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সঙ্কর উপস্থিত থাকলেও, তিনি বেরিয়ে যাওয়ার পর এতে যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, জম্মু-কাশ্মীরের ওপর থেকে অবরোধ তুলে নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর