টেক্সাসে ভয়াবহ হামলা নিয়ে যে তথ্য দিল এফবিআই

যুক্তরাষ্ট্রেরর টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত হওয়ার ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ বলছে মার্কিন সংস্থা এফবিআই। এই সূত্র ধরে তদন্ত এগুবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

স্থানীয় সময় শনিবার বেলা ১১ টায় হামলার এ ঘটনা ঘটে। হামলাকারী একজন বর্ণবাদী। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস। সে মূলত লাতিন আমেরিকান বিদ্বেষী।

এছাড়া, হামলাকারী বিভিন্ন টুইটেও লাতিন আমেরিকান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতো। ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে এমন অনলাইন গ্রুপে অ্যাকটিভ ছিল সে।

বিবিসির এক প্রতিবেদন বলছে, আটককৃত ওই যুবক একাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন।ভিডিওতেও তাই দেখা যায়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর