অসচ্ছল একশ শিক্ষার্থীর নিয়মিত খাবারের ব্যবস্থা: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটিরিয়ায় জবির অসচ্ছল একশত শিক্ষার্থীর জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।

গতকাল রোববার বেলা দেড়টায় সংস্কারকৃত ক্যাফেটিরিয়া উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় উপাচার্য শিক্ষার্থীদের খাবারের সমস্যার কথা তুলে ধরে শিক্ষার্থীদের জন্য খাবারের মান উন্নয়ন ও দাম সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ নতুন চেয়ার-টেবিল স্থাপন,ইন্টারনেট এবং টিভির ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন,আমরা ক্যাফেটিরিয়ার সংস্কার করেছি। এখন শিক্ষার্থীদেরকেই এর রক্ষণাবেক্ষণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া,লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড.কাজী সাইফুদ্দিন, ছাত্র কল্যাণের পরিচালক ড.মোহাম্মদ আব্দুল বাকী এবং প্রক্টর ড.মোস্তফা কামাল।
এসময় বিভিন্ন অনুষদের ডিন ,চেয়ারম্যান,শিক্ষকসহ সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর