আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন

একটি সম্পর্ক যতটা সুন্দর মুহূর্ত নিয়ে শুরু হয় তেমনি শেষ হয় তিক্ততা দিয়ে। একসঙ্গে দেখা স্বপ্ন কিংবা সংসার ভেঙ্গে যায় মুহূর্তেই, যা কারও জন্য কাম্য নয়। ভালোবাসার সর্ম্পক টিকিয়ে রাখার চেষ্টা সবাই করেন। তবে বিভিন্ন কারণে তা টিকিয়ে রাখা হয়তো সম্ভব হয় না। তবে এখনো কি অতীতের ভেঙ্গে যাওয়া সর্ম্পক নিয়ে প্রক্তনকে দোষারোপ করছেন? কিংবা তার উপর রাগে আছেন?

এক সময় হাজারটা অভিযোগ, প্রবল ঘৃণা ও ক্ষমাহীন ক্ষোভ নিয়ে শেষ হয়ে যায় দুজন মানুষের স্বপ্ন। এরপর বাড়তে থাকে নিরন্তর মানসিক পীড়ন। বছরের পর বছর কেউ কেউ সেই স্মৃতি থেকে বেড়িয়ে আসতে পারেন না। চলে যাওয়া মানুষটির জন্য বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রেখেছেন।

সব ভুলে যান আজ। ক্ষমা করে দিন প্রাক্তনকে। সেই মানুষটার প্রতি জমানো রাগ ক্ষোভ সব ছুড়ে ফেলে নতুন দিন শুরু করুন। নিজেকে মুক্ত মনে হবে। আজই সেই দিন, প্রাক্তনকে ক্ষমা করার। ১৭ অক্টোবর সারাবিশ্বে পালিত হয় দিনটি। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’।

প্রেমের সম্পর্ক নানা কারণেই ভেঙ্গে যেতে পারে। তবে সবার মনে কমবেশি প্রাক্তনকে ঘিরে রাগ, ক্ষোভ, অভিমান বা প্রতিহিংসা থেকেই যায়। আবার অনেকেই সারাক্ষণ স্মৃতিচারণে ব্যস্ত থাকি।

সে এখন কি করছে ?
খাবার খেয়েছে কি না ?
সুস্থ আছে কি না ?
আমার কথা কি তার মনে পড়ে?

ভুলে যান এসব চিন্তা। ভুলে যান সব অতীত। সামনের দিনগুলোর কথা ভাবুন। বর্তমানে যে আছে তাকে নিয়ে নতুন করে সাজিয়ে নিন জীবনটাকে। যদিও এ অভিযোগ ও ঘৃণা মন থেকে দ্রুত মুছে ফেলা সহজ না হলেও তা করা জরুরি। এ কারণেই দিবসটির আবির্ভাব। যদিও সামাজিকভাবে এ দিবসের স্বীকৃতি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দিবস নিয়ে বেশ উৎসাহী দেখা যায় সবাইকে।

বার্তাবাজার/ জহিরুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর