এই বছরের মধ্যেই শপথ নেবেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা মহানগরীর শহিদ হাদিস পার্কে বিএনপির বিভাগীয় সমাবেশ বেলা আড়াইটার দিকে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়। ২০০৮ সালের পর খুলনায় এই বিভাগীয় সমাবেশের আয়োজন করে বিএনপি।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ‘আজকে সমাবেশ থেকে প্রধান বার্তা হচ্ছে গণতন্ত্রের মানস কন্যা বাইরে থাকবে। আন্দোলন শুরু হয়েছে এই বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বেগম খালেদা জিয়া।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরের সমালোচনা করে দুদু বলেন, ‘চোররা জেলে থাকবে আর গণতন্ত্রের মানস কন্যা বাইরে থাকবে। শেয়ার মার্কেট থেকে গত সাতদিনে ২৬ হাজার কোটি টাকা চুরি করেছে। এত বড় চোর মুখ দেখাতে পারবে না তাই পালিয়েছে। আজকে আন্দোলন শুরু হয়েছে অল্প দিনের মধ্যেই নেত্রী বেরিয়ে আসবে।’

শেখ হাসিনা আপনি ব্যার্থ মন্তব্য করে তিনি বলেন, ‘৩ বছরের শিশু থেকে বৃদ্ধ নারীদেরকে আপনি রক্ষা করতে পারেননি। আপনি ব্যর্থ।’ আইনমন্ত্রীর সমালোচনা করে দুদু বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা দেশদ্রোহিতামূলক নালিশ করে দেশের ভাবমূতি ক্ষুণ্ন করার পরও আইনমন্ত্রী বলেছেন, এটা দেশদ্রোহী বক্তব্য নয়, একটা ছোট্ট একটা ঘটনা।’

দুদু আরও বলেন, ‘বেগম জিয়া কে? যিনি বাংলাদেশের গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেছেন তাকে জেলে রাখেন।’ নেতাকর্মীদের উদ্দেশ্য করে দুদু বলেন, ‘বাটালি চেনেন বাটালি। এটা ধরতে হবে। প্রয়োজনে জেলখানার তালা ভেঙ্গে আমাদের নেত্রীকে বাংলাদেশের মসনদে বসাতে হবে।একদিন এই হাদিস পার্কে মঞ্জুকে স্বাক্ষী রেখে বলেছিলাম এরশাদ দুশ্চরিত্র, চরিত্রহীন, তাকে এই বাংলার মাটিতে ক্ষমতায় রাখবো না।

ছাত্র সমাজ তাকে বাংলার মাটিতে ক্ষমতায় রাখেনি। আজও এই হাদিস পার্কে বলে গেলাম- তারেক রহমানকে দেশে আসতে যারা বাধা দিবে এবং বেগম খালেদা জিয়াকে যারা আটক করে রেখেছে তাদেরকে বলি এই বছরের মধ্যে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবো।’

বিএনপি এই নেতা আরও বলেন, ‘আন্দোলন দেখেন নাই। কারণ- আন্দোলন এখনও শুরুই করি নাই। বাংলাদেশের এমন কোনও জেল নাই যেখানে বেগম খালেদা জিয়াকে আটকে রাখে। এসব জেলে তো চোর-ডাকাতরা থাকবে।’

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদ, এজেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর