বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য।
বৃহস্পতিবার (১১ মে) গুলশানে একটি রাজনৈতিক দলের ঈদ আড্ডায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই ঈদ আড্ডার মধ্য দিয়ে জাতির মনে আশা তৈরি হলো। এখানে প্রধান প্রধান রাজনৈতিক নেতারা জেনারেল মুহাম্মদ ইবরাহিমের ডাকে সাড়া দিয়েছেন। একসঙ্গে আড্ডা দিতে এসেছেন। এই আড্ডা সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আড্ডা মনকে প্রফুল্ল করে। এখানে রাজনৈতিক আড্ডা হচ্ছে। এই আড্ডা নতুন করে আশা তৈরি করবে।
তিনি বলেন, সত্যিকার অর্থেই আমরা একটি গণতান্ত্রিক সমাজ, সভ্য সমাজ, মানবিক ও ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠিত করব।
বার্তা বাজার/জে আই