ইউক্রেনের শরণার্থী ৩ লাখ ৬৮ হাজার

রাশিয়া আক্রমণের কারনে ৩ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে চলে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা রবিবার এ তথ্য জানায়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন বা ইউএনএইচসিআর এক টুইট বার্তায় জানায়, ‘বর্তমান শরণার্থী সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার এবং এটি বাড়ছে। নতুন এই পরিসংখ্যানটি দেশটির জাতীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’

পালিয়ে যাওয়া বিপুল সংখ্যক মানুষ প্রতিবেশী দেশে পোল্যান্ডে পাড়ি জমায়। আজ বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে পালিয়েছেন প্রায় এক লাখ ৫৬ হাজার মানুষ।

বর্ডার গার্ডের তথ্য অনুযায়ী, শুধু শনিবারই ইউক্রেন থেকে প্রায় ৭৭ হাজার ৩০০জনের বেশি মানুষ।

শরণার্থীরা গাড়িতে, ট্রেনে এমনকি পায়ে হেঁটে এসেছেন।

এ ছাড়া বাকি শরণার্থীরা মোলদোভা, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং রোমানিয়াতে চলে গেছেন।

সূত্র : সিএনএন
বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর