নতুন ভিসি এনে সব সমস্যা সমাধান করার কথা বলেন : জবি উপাচার্য

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল চালু সহ ৭ দফা দাবি নিয়ে উপাচার্যের সাথে দেখা করতে গেলে শিক্ষার্থীদেরকে নতুন ভিসি এনে সব সমস্যা সমাধান করার কথা বলেন জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান করেন। অবস্থান কর্মসূচি শেষে জবি উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন তারা। শিক্ষার্থীরা ৭দফা দাবি সহ ছোট ছোট সমস্যার কথাও তুলে ধরেন।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলাম নয়ন বলেন,৭দফা সহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে,ভিসি স্যারকে সরিয়ে নতুন ভিসি এনে সমস্যা সমাধানের কথা বলেন।

জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ছাত্ররা অবস্থান নেয়ার কিছুক্ষণ পর আমি তাদের ভিসি স্যারের কাছে নিয়ে যায়। ছাত্রদের যৌক্তিক দাবিগুলো যেমন পরিস্কার-পরিচ্ছন্নতা, পানির স্বল্পতা এ ধরনের দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, জকসু নির্বাচনসহ ৭ দফা দাবিতে গত ১ জুলাই ভিসি বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমানো, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু, সাত দিনের মধ্যে জকসু আইনের খসড়া করে আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দেয়ার আহ্বান, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালুর দাবি, শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০% জবিয়ানদের অগ্রাধিকার দাবি, গবেষণা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি এবং নতুন ক্যাম্পাসের কাজ অতিদ্রুত শুরু করতে হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর