বিমানে লুকিয়ে ভ্রমণ করতে গিয়ে জীবন শেষ যুবকের

লুকিয়ে ভ্রমণ করতে গিয়ে উড়ন্ত বিমান থেকে পড়ে নিহত হয়েছেন কেনিয়ার এক ব্যক্তি। লন্ডনের ওপরে উড়ন্ত কেনিয়া এয়ারওয়েজের বিমান থেকে ওই লোকটি নিচে পড়ে যান।

সিএনএন জানায়, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গন্তব্য ছিল বিমানটির। ধারণা করা হচ্ছে, বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পারমেন্টে লুকিয়ে ভ্রমণ করছিলেন ওই ব্যক্তি। সেখান থেকে পড়ে গিয়ে তিনি মারা যান।

দক্ষিণ লন্ডনের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এক বিবৃতিতে লন্ডন পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে পুলিশ ক্ল্যাফহামের একটি আবাসিক বাড়িতে যায়। এটির বাগান থেকে ওই ব্যক্তিকে মৃত উদ্ধার করা হয়। পুলিশ তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।

দ্য সান জানায়, বাগানে এক তরুণ সূর্যস্নান করছিল সে সময়। তার এক মিটার দূরত্বে ওই লোকটি উড়ে এসে পড়ে।

এদিকে পুলিশ বিমানটির ল্যান্ডিং গিয়ার কম্পারমেন্ট থেকে একটি ব্যাগ, পানি এবং কিছু খাবার উদ্ধার করেছে।

এ ঘটনায় কেনিয়া কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে কেনিয়া এয়ারওয়েজ জানায়, আমাদের ফ্লাইটে এভাবে ভ্রমণ করে একজন ব্যক্তি প্রাণ হারাল, এটি নিঃসন্দেহে দুঃখজনক।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর