বিশ্বে করোনা শনাক্ত সাড়ে ১৯ কোটি ছাড়িয়েছে

মহামারি করোনায় বিপর্যস্ত বিশ্ব। এ পর্যন্ত বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত সাড়ে ১৯ কোটি ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৪১ লাখ ৮২ হাজার।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৮২ হাজার ৮২৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬২৫ জন।

বিশ্বের শীর্ষ ১০ জন ভাইরোলজিস্ট ও এপিডেমিওলজিস্ট বলছেন, করোনার টিকা না নেয়া মানুষেরাই এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তারা বলছেন, করোনাভাইরাসের শুরুর ধরনের তুলনায় এর ডেল্টা ধরন দুই ডোজ টিকা নেয়া মানুষদেরকে আক্রান্ত করতে আরও বেশি সক্ষম।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, নতুন করে ভাইরাস সংক্রমিতদের ৮৩ শতাংশই ডেল্টা আক্রান্ত। এ কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা এ মুহুর্তে তুলছে না যুক্তরাষ্ট্র। এ ছাড়াও আবারও মাস্ক পড়া বাধ্যতামূলক করার চিন্তা করছে বাইডেন প্রশাসন। দেশটির সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থেনিও ফাউচি বলেছেন, করোনার টিকা নিতে অনীহার কারণেই আবারও যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনার সংক্রমণ।

সিঙ্গাপুরেও ছড়িয়েছে ডেল্টা ধরন। সেখানে আক্রান্তদের তিন-চতুর্থাংশই টিকা নেয়া মানুষ। ওদিকে, ইসরায়েলের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের ৬০ শতাংশই টিকা নেওয়া মানুষজন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর