শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সমাপনী অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এর ২০১২-১৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের হল সমাপনী উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল ২০১৯ তারিখে) সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও প্রধান অতিথি হিসেবে কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় হল সমাপনী উৎসব। এরপর আমন্ত্রিত অতিথি এবং ব্যাচটির সকল শিক্ষার্থীর অংশগ্রহণে একটি আনন্দর‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট মোঃ ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হল-এর সহকারী প্রভোস্ট মোঃ শামীম হোসেনসহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এর প্রভোস্টবডির অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও হল সমাপনী উৎসবের শেষ অংশে সন্ধ্যা ৭টায় হলটিতে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর